দেশ বিদেশ

ঢাবি মেডিকেল সেন্টার শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজার নামে করার দাবি

স্টাফ রিপোর্টার

৭ এপ্রিল ২০২১, বুধবার, ৯:৩৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নামকরণ শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজার নামে করার দাবি জানিয়েছে গৌরব ৭১। গতকাল সংগঠনটির সভাপতি এস এম মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি গৌরবদীপ্ত, গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যেকোনো স্থাপনার নামকরণ করার ক্ষেত্রে অতীতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ জাতীয় অর্জন ও জ্ঞানচর্চায় আত্মোৎসর্গকৃত মহান ব্যক্তিদের নামকে গুরুত্ব দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিকে উপেক্ষা করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ সাপেক্ষে একটি ভবনের নামকরণের সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাকর। এ অবস্থায় শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজার নামে নির্মিতব্য ভবনটির নামকরণের জন্য আমরা প্রস্তাব করছি। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, এর গৌরবের ইতিহাস ও ঐতিহ্যকেই তুলে ধরা হবে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী আলবদররা ডা. মোর্তজাকে তার ফুলার রোডের বাসভবন থেকে ধরে নিয়ে যায় ও নৃশংসভাবে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিই একমাত্র শহীদ চিকিৎসক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status