বাংলারজমিন

‘ওবায়দুল কাদের মন্ত্রিত্বের ক্ষমতা দিয়ে স্ত্রীকে বাঁচাতে পারবেন না’

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২০২১-০৪-০৭

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে আমি অসহায়, আমি জিম্মি, অবরুদ্ধ। আজকে পৌরসভার আঙ্গিনায় ডিসি, এসপি, ইউএনও ওসির নির্দেশে আমি ত্রাণ বিতরণ করতে পারিনি। আজকে কেন আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী জাসদ অস্ত্রধারীদের ও আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। এটা দেশের মানুষ জানে। লেলিয়ে দিয়েছে আমাকে নেতাকর্মী শূন্য করার জন্য এবং আমার মুখ বন্ধ করার জন্য। গতকাল বেলা ১১টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব মূলত ওনার স্ত্রীর অপকর্মকে ঢাকা দেয়ার জন্য আমার মুখ বন্ধ করতে চায়। আমাকে নেতাকর্মী শূন্য করতে চায়। ওনার স্ত্রী সম্পর্কে আপনারা ভালো করে জানেন কী করছে। ওনার মন্ত্রণালয়ের অধিকাংশ কন্ট্রাক্টর বিএনপির। দুই-চারজন আছে আওয়ামী লীগের। কন্ট্রাক্টরদের থেকে টাকা সংগ্রহ করে এপিএস। সে সেখান থেকে টাকা সংগ্রহ করে সচিব বেলায়েতের কাছে দেয়। সচিব বেলায়েত এটা তিন ভাগ করে। এক ভাগ তাদের মন্ত্রণালয়ে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দেয়। এক ভাগ তারেক জিয়ার জন্য পাঠায়। আরেক ভাগ মন্ত্রীর ওয়াইফের জন্য পাঠায়। এ গুলা তদন্ত করলে বেরিয়ে আসবে। কাদের মির্জা আরো বলেন, এ মহিলাকে মন্ত্রী আপনি বাঁচাতে পারবেন না। দুদকের মামলা আগেও আছে। আপনি চাপা দিয়ে রাখছেন। ওয়ান ইলেভেনের পর দুদকের মামলা হইছে। উনি ওনার আত্মীয় স্বজনের নামে কয়টা প্লট আছে। ওনার বান্ধবীরা যারা বিদেশে থাকে, ওনার বোনের এক মেয়ে ফ্রান্সে না কোথায় থাকে। হাজার হাজার কোটি টাকা সেখানে আপনার জমা আছে। সব খবর আমার কাছে আছে। আপনার মন্ত্রিত্বের ক্ষমতা দিয়ে আপনি বাঁচাতে পারবেন না। এ দেশের জনগণ জানে। আর একটা জিনিস স্মরণ রাখবেন জনশ্রুতি হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্ট। এ জনশ্রুতি আপনি বন্ধ করতে পারবেন না।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status