অনলাইন ডেস্ক
অনলাইন (২ সপ্তাহ আগে) এপ্রিল ৬, ২০২১, মঙ্গলবার, ৩:০৬ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন
মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের ব্যবসায়ীরা। আজ বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্যবসায়ীরা বলেন, আমরা এমনিতেই ঋণগ্রস্ত বাধ্য হয়ে সড়কে নেমেছি। স্থানীয় এক কাপড় ব্যবসায়ী বলেন, আমরা ঋণ করে দোকানে মালামাল তুলেছি, মার্কেট বন্ধ থাকলে ভিখারি হয়ে যাব। মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। তারা না খেয়ে মারা যাবে। আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেওয়া হোক।