কলকাতা কথকতা
কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট শুরু, ৩১ আসনেই তৃণমূলের প্রাধান্য
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৪-০৬
আজ সকাল ৭ টায় পশ্চিমবঙ্গের তৃতীয় দফার ভোট শুরু হয়ে গেল। দক্ষিণ চব্বিশ পরগনার ১৬ টি, হাওড়ার ৭ টি ও হুগলির ৮ টি আসনের ভাগ্য আজ নির্ধারিত হচ্ছে। এই ৩১ টি আসনেই শাসক তৃণমূল কংগ্রেসের প্রাধান্য আছে। বিজেপি নতুন শক্তি হিসেবে উঠে এসেছে। নির্বাচন কমিশন কোনো ঝুঁকি নেয় নি। তারা দক্ষিণ চব্বিশ পরগনার পার্ট ওয়ান এর নির্বাচনে থাকা ৮৯ কোম্পানির সঙ্গে তিন জেলায় আরো ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত করেছে। মঙ্গলবার ভোর থেকে কঠোর পান্ডেমিক বিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। তৃতীয় দফা ভোটের প্রাক্কালে তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। বেশ কয়েকটি রাজ্যের মতো বিজেপি এই রাজ্যে সংখ্যালঘু হলেও সরকার গঠনের চেষ্টা করবে বলে চেতাবনি দেন। অবশ্য পাশাপাশি তিনি বলেন, পশ্চিম বাংলাকে কজন গুজরাটির হাতে তুলে দেয়া যাবে না