দেশ বিদেশ

সরকারের উদাসীনতায় মানুষের জীবন উপেক্ষিত: ফখরুল

স্টাফ রিপোর্টার

৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৯:১৯ অপরাহ্ন

সরকারের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, কেন বারবার সড়ক দুর্ঘটনাসহ নৌপরিবহনে দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। সড়ক পথে এবং নৌপথে বারংবার দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক প্রাণহানিতেও সরকারের টনক নড়ছে না বরং রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে ব্যস্ত থাকার জন্যই বর্তমানে দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে। তিনি বলেন, গতকাল নারায়ণগঞ্জে লঞ্চডুবিতে এবং দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। গতকাল নারায়ণগঞ্জে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি এবং সারা দেশে প্রবল ঝড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, তাদের মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। লঞ্চডুবিতে এবং ঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি। লঞ্চডুবির ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসঙ্গে লঞ্চ দুর্ঘটনা ও ঝড়ে নিহত ও আহতদের অসহায় পরিবারকে পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনঃনির্মাণে সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status