এক্সক্লুসিভ

রাজশাহীতে ব্যবসায়ীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:১১ অপরাহ্ন

রাজশাহীতে দোকানপাট খোলার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আজ মঙ্গলবার সকালে নিজেরাই দোকান খুলে বসবেন বলে আল্টিমেটাম দিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টের রাস্তায় দোকানপাট খোলার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা রাস্তা থেকে ফিরে যান। সমাবেশে কাজল নামে এক গার্মেন্টস ব্যবসায়ী বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছি। আলোচনা করে কালকে জানাবেন। আর আপনাদের অনুরোধ করছি, আমরা যে টাইমে (সময়) দোকান খুলি কালকে আপনারা উপস্থিত হবেন। যদিও কোনোরকম দোকান খোলার সিদ্ধান্ত না হয়- আমরা সবাই নিজে নিজে দোকান খুলে ফেলবো।’ রাজশাহী কাপড়পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামীম জানান- গতবছর লকডাউনের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে ঠিকমতো ঈদ করতে পারেননি। লকডাউন চলছে চলুক, আমাদের একটা সময় বেঁধে দিলে ভালো হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। ব্যবসায়ীদের দাবিগুলো শুনেছেন। তিনি ব্যবসায়ীদের কথাগুলো সরকারের উপর মহলে জানাবেন এমন আশ্বাস দেন। বিষয়টি জেলা প্রশাসকের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হবে। প্রসঙ্গত, গত রোববার (৪ঠা এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা জানান- সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে দোকানপাট খোলা রেখে স্বাভাবিক নিয়মে তারা ব্যবসা করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status