এক্সক্লুসিভ

টেলিযোগাযোগ খাতকে ‘জরুরি সেবা’ ঘোষণা

স্টাফ রিপোর্টার

৫ এপ্রিল ২০২১, সোমবার, ৮:২৮ অপরাহ্ন

লকডাউন চলাকালে দেশের টেলিযোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সেবাকে ‘জরুরি সেবা’ ঘোষণা করে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের টেলিযোগাযোগ খাতের সব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোভিড সংক্রান্ত লকডাউন চলাকালীন জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবা সচল রাখার স্বার্থে টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও এসব প্রতিষ্ঠানের গাড়ি দৈনিক ও নিয়মিত চলাচল ও কর্ম সম্পাদনের জরুরি প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে সব টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং এসব প্রতিষ্ঠানের গাড়ি প্রয়োজনমতো চলাচলে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিটিআরসি। একইসঙ্গে টেলিযোগাযোগ সেবাপ্রদানকারীদের নিজ নিজ স্থাপনা বা অফিসে লাইসেন্স, পারমিট, রেজিস্ট্রেশনের কপি, সংরক্ষণ, প্রদর্শন এবং কর্মরত ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বহনের নির্দেশনাও দেয়া হয়েছে। এই নির্দেশনা দেশের সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি ও আইপিটিএসপি, এনটিটিএন অপারেটর, টাওয়ার শেয়ারিং অপারেটর, কল সেন্টার, আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স, নিক্স, আইটিসি ও টিভাস অপারেটরদের পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status