বিনোদন

আলাপন

শুরু না হতেই যেন শেষ হলো -ঝিলিক

ফয়সাল রাব্বিকীন

৪ এপ্রিল ২০২১, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

গত বছর করোনার ধাক্কার পর সংগীতাঙ্গন এখনও সামলে উঠতে পারেনি। স্টেজ শো আয়োজন নিয়মিত হওয়া শুরু হয়েছিলো। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে অনেক শো বাতিল হয়ে গেছে। আর সরকার এরইমধ্যে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। যার কারণে অন্য অনেক শিল্পীর মতোই চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগীতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিকও পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। স্টেজ শো’র আসলে কি অবস্থা এখন? ঝিলিক বলেন, মাত্রই সব শুরু হচ্ছিলো। কিন্তু শুরু না হতেই যেন শেষ হলো! আমি কয়েকটি শো করেছি গত কয়েকদিনে। এশিয়ান টিভি ও বিটিভিতে লাইভ করলাম। কিন্তু হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় একদিকে জীবন নিয়ে যেমন শংকা তৈরি হয়েছে অন্যদিকে জীবিকা নিয়েও। কারণ আমরা যারা শিল্পী তাদের আয়ের একটা বড় অংশ আসে স্টেজ থেকে। এভাবে দিনের পর দিন স্টেজ বন্ধ থাকলে খুব বাজে অবস্থা হবে সামনে। যদিও দোয়া করছি যেন সেই অবস্থা কারোই না হয়। নতুন গানের কি খবর? ঝিলিক বলেন, চলতি বছর ‘অবহেলা’, ‘দুঃখবতী মেয়ে’, ‘তোমার নিঃশ্বাসে’ গানগুলো প্রকাশ হয়েছে। আরো কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। নতুন গানের কথাও চলছে। তবে লকডাউন আসলো, কখনও কি হবে সেটা বলতে পারছি না। ঝিলিক করোনা পরিস্থিতির কথা যোগ করে আরো বলেন, করোনার হানা অনেক শিল্পী-মিউজিশিয়ানকে নিঃশ্ব করে দিয়েছে। এবার যেন তেমন আর না হয় সেটাই চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্য্য দান করুন। সবাইকে বলবো সাবধানে থাকুন, স্বাস্থ্যবিধি মানুন। নিরাপদে নিজে থাকুন, অন্যকেও রাখুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status