ভারত

কোভিডের দ্বিতীয় সার্জ ভারতকে আবার বিশ্বে এক নম্বর করে দিল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৪ এপ্রিল ২০২১, রবিবার, ৯:২৯ পূর্বাহ্ন

ভারত আবার বিশ্বে শীর্ষে পৌঁছে গেল। কোভিড আক্রান্তদের যে ওয়ার্ল্ডমিটার প্রকাশিত হয়েছে তাতে ভারত এক নম্বরে।  দ্বিতীয় স্থান আমেরিকার এবং তৃতীয় ব্রাজিল। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল  ৯৮ হাজার ৭৯৫ জন। এটিই ভারতে একদিনে কোভিডে আক্রান্ত হওয়ার  সর্বোচ্চ সংখ্যা। শনিবার ভারতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৭ জন। এই যাত্রায় এটিই সর্বাধিক এখন পর্যন্ত। আমেরিকায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ২০৭ জন, ব্রাজিলে সংখ্যাটি ৬৯ হাজার ৬৬২ জন। ২০২০ সালের অক্টোবর মাস জুড়ে ভারত বিশ্বের ইনডেক্স এ এক নম্বরে ছিল। এবার পাঁচমাস পরে ভারত আবার সেই জায়গাটা ফিরে পেল। করোনার এই দ্বিতীয় সার্জ কতদিন চলতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে ঢেউ এর মতো আছড়ে পড়বে ভারতে।  ফলে, তার পরের কয়েকটি সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই বাড়বে। এরপর তা কমার সম্ভাবনা প্রবল। তবে এই দ্বিতীয় সার্জ প্রথমটির মতো অতটা প্রাণঘাতী নয়, যদিও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা এই দ্বিতীয় সার্জ এর ভাইরাসের বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status