এক্সক্লুসিভ

গ্রন্থমেলা চলবে কিনা সিদ্ধান্ত আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

৪ এপ্রিল ২০২১, রবিবার, ৯:০০ অপরাহ্ন

কোভিড-১৯ মহামারির প্রকোপ ঠেকাতে আগামীকাল থেকে ফের লকডাউনে যাচ্ছে দেশ। এমন অবস্থায় দীর্ঘ দেড় মাস পর শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা নিয়ে শুরু হয়েছে শঙ্কা। মেলা চলবে কিনা এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। গতকাল বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ মুঠোফোনে জানিয়েছেন ‘মেলার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আমরা জানিয়ে দেবো মেলা চলবে কিনা কিংবা কীভাবে চলবে।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকেও প্রতিমন্ত্রী কেএম খালিদের বরাত দিয়ে জানানো হয়েছে ‘গ্রন্থমেলার বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’ এদিকে সরকার কোভিডের প্রকোপ ঠেকাতে ফের লকডাউন ঘোষণা করায় হতাশা দেখা দিয়েছে প্রকাশকদের মধ্যে। তারা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন। এর আগে বাংলা একাডেমি কর্তৃক মেলার সময়সীমা কমিয়ে আনার ঘোষণায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রকাশকরা। কোভিডের প্রকোশ বাড়লেও গত শুক্রবার মেলায় যে ভিড় ছিল তা গতকাল অনেক কমে এসেছে। মেলার হঠাৎ ছন্দপতনে হতাশা বিরাজ করছে প্রকাশকদের মধ্যে। আবার যারাই মেলায় এসেছেন অযথা ঘোরাঘুরি না করে চাহিদামতো বই সংগ্রহ করে বাসায় ফিরেছেন। গতকাল বিকালে মেলার সোহ্‌রাওয়ার্দী উদ্যান অংশে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা অদ্রির সঙ্গে। তিনি বলেন, মেলায় কয়েকটি বই সংগ্রহের জন্য এসেছি। কোভিডের ক্রমবর্ধমান পরিস্থিতি কিছুটা হলেও ভাবাচ্ছে। যার কারণে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে বই কিনতে এসেছি। পছন্দের বইগুলো সংগ্রহ হলেই বাসায় ফিরবো। এবার ঘোরাঘুরির ইচ্ছা নেই। এদিকে বাংলা একাডেমি জনসংযোগ দপ্তর জানিয়েছে গতকাল মেলার ১৭তম দিনে মেলা শুরু হয়েছে সকাল ১১টায়। চলে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত। এদিন মেলায় নতুন বই এসেছে ১৪৪টি। এ নিয়ে গতকাল পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ১১৩টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status