অনলাইন

এবার ডিজিটাল রাইড সেবায় যুক্ত হলো ডাক্তার, আইসিইউ ও এম্বুলেন্স

স্টাফ রিপোর্টার

৩১ মার্চ ২০২১, বুধবার, ৮:৩৮ অপরাহ্ন

সাশ্রয়ী খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি এম্বুলেন্স, আইসিইউ, ডাক্তার, নার্স, লাশবাহী গাড়িসহ বেশকিছু ভিন্ন সুবিধা দিয়ে যাত্রা শুরু করেছে ডিজিটাল রাইড। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে নতুন এ রাইডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক পরিচালক চৌধুরী মুনির উদ্দিন মারফুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল রাইড-এর সিইও তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এমক্যাশের সিইও শহীদুল্লাহ মজুমদার, ফারাজী হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার ফারাজী ইমন, ব্যান্ড অ্যাম্বাসাডার ব্যারিস্টার সিয়াম আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল রাইড যে কোনো বিপদের জন্য সসেস বাটনের মাধ্যমে নিশ্চিত করবে চালক ও যাত্রীর। নারী বাইকারদের জন্য আলাদা সুযোগ রয়েছে। একমাত্র ডিজিটাল রাইড এক্সক্লুসিভ এম্বুলেন্সের সেবা নিয়ে আসছে। সাধারণ, আইসিইউ, মরদেহবাহী এস্বুলেন্সের সেবা পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। আন্তঃজেলা যোগাযোগের জন্য রযেছে প্রাইভেট, মাইক্রো ও হাইয়েস।

তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম চৌধুরী বলেন, মোবাইল অ্যপসের মাধ্যমে এম্বুলেন্স বুকিং দিয়ে রোগীরা যে কোনো স্থান থেকে এই সেবাটি নিতে পারবেন। ডিজিটাল রাইড অ্যাপসের মাধ্যমে স্বাস্থসেবা ও আইসিইউ ফ্যাসিলিটি মানুষের দোরগোড়ায় পোঁছে যাবে।  থাকবে ডাক্তার ও নার্সসহ সব এমারজেন্সি সেবা। এটি ডিজিটাল রাইড-এর একটি ইউনিক সেবা।

তিনি আরো জানান, ডিজিটাল রাইড নিরাপদ ভ্রমণ নিশ্চিতে চালকদের প্রতি সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সহায়তা দেয়া হবে। যাত্রীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ রয়েছে। চালকদের জন্য বীমা সুবিধাসহ তাদের লাভবান করতেও নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সেবাগুলোর মধ্যে রয়েছে- মোবাইল অ্যাপসের মাধ্যমে নারী-পুরুষ উভয়ের জন্য বাইক, কার; নন এসি, এসি, লাক্সারিয়াস, ইনটারসিটি, মাইক্রো বাস, এম্বুলেন্স; জেনারেল, এসি, নন-এসি, আইসিইউ ও লাশবাহী। এ ছাড়া সিএনজি এবং বাসের টিকেট বুকিং-এর ব্যবস্থা থাকছে। এক অ্যাপে সব রাইড। বাসের টিকিটও কাটা যাবে ডিজিটাল রাইডের মাধ্যমে। আগামী ৩ বছরে আরো ১০টি দেশে রাইড শেয়ারিং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে ডিজিটাল রাইড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status