অনলাইন
এরকম স্বাধীনতা দিবস কখনও দেখিনি
মিজানুর রহমান খান
২০২১-০৩-২৭
আমি বাংলাদেশের সমান বয়সী। এক এক করে ৫০ বছর হয়েছে প্রিয় মাতৃভূমির। সেই সাথে আমারও। কিন্তু আমার জীবনে এরকম একটা স্বাধীনতা দিবস আমি কখনও দেখিনি। মনে পড়ে এই দিনে আমরা সাধারণ মানুষ কতো আনন্দ করেছি। কতো অনুষ্ঠান হতো সারা দেশে। কিন্তু এবার তো সুবর্ণ জয়ন্তী ছিলো। আনন্দ উৎসব তো হওয়ার কথা ছিলো বাধ ভাঙা। কিন্তু সত্যি কথা বলতে এবারই মনে হয় প্রথম দেখলাম কোথাও নেই সাধারণ মানুষ। চারদিকে শুধু দলীয় লোকজন। হয় এই দলের, না হয় ওই দলের। আর দেখলাম রক্ত, হুংকার, ভয়, গুলি, মৃত্যু। সারাদিন খবর দেখে আজ সত্যি মনটা বিষণ্ণতায় ডুবে গেছে। অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, পেশাগত নিরপেক্ষতা বজায় রাখতে হয়। কিন্তু আজ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে হচ্ছে: এমন দেশের জন্যই কি ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল?
লেখকঃ সাংবাদিক, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত। লেখাটি ফেসবুক থেকে নেয়া।
লেখকঃ সাংবাদিক, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত। লেখাটি ফেসবুক থেকে নেয়া।