তথ্য প্রযুক্তি

রিটস ব্রাউজারের স্বাধীন অফার

২০২১-০৩-২৫

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের প্রথম মোবাইল ইন্টারনেট রিটস ব্রাউজার নিয়ে এলো স্বাধীন অফার। এই অফারের আওতায় ব্যবহারকারীরা পাবেন প্রাইমএক্স মেম্বারশিপের উপর ৫০% ছাড়সহ উপহার হিসেবে ৫০ হাজার পয়েন্ট ফ্রি। অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

রিটস ব্রাউজারের এক বছরের প্রাইমএক্স মেম্বারশিপের মূল্য ৪ হাজার ৮শ’ টাকা। ৫০% ছাড়ে এখন সেটা পাওয়া যাবে ২ হাজার ৪০০ টাকায়। ব্রাউজারটির এক বছর প্রাইমএক্স মেম্বারশিপ কিনলে ব্যবহারকারী উপহার হিসেবে পাবেন ৫০ হাজার পয়েন্ট ফ্রি। সাথে থাকছে আরো আকর্ষণীয় উপহার, যার মূল্য ১১ হাজার ৩৩৩ টাকা।

অফারটি সম্পর্কে রিটস ব্রাউজারের উদ্ভাবক, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান রেইজ আইটি সলিউশনস্-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে এ এম রাশেদুল মাজিদ বলেন, ব্রাউজারের মেম্বারশিপ ধারণাটা একেবারে নতুন। তথ্যপ্রযুক্তির এই যুগে সবাই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে রকমারি ব্রাউজার ব্যবহার করে থাকেন। তাই সবাইকে দেশী ব্রাউজার ব্যবহারে উৎসাহিত করতে মাহান স্বাধীনতা দিবসে আমরা স্বাধীন অফারের আয়োজন করেছি। আমরাই প্রথম বাংলাদেশী ব্রাউজার ব্যবহারে মেম্বারশিপ চালু করেছি। সারা বিশ্বে প্রথম ব্রাউজার যারা স্মার্টলী ব্যবহার করে আসছে আমরা তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা শতভাগ নিশ্চিত করে শুরু থেকে কনটেন্ট সরবারহ করে আসছি। ব্রাউজারের যাত্রা শুরু থেকে ভাল ও গুণগত মানসম্পন্ন সেবা দেওয়ায় আমরা ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পেরেছি।

তিনি বলেন, পৃথিবীর সব শ্রেণীর মানুষ যেন একটি ব্রাউজারের মাধ্যমে সব ধরনের প্রয়োজন মেটাতে পারেন বা একের ভেতরে সব সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাউজারটি গুগল প্লে-স্টোরে ছাড়া হয়। ইতোমধ্যেই গুগল প্লে-স্টোর থেকে ব্যবহারকারীরা ব্রাউজারটি ২.৫ মিলিয়ন বার ডাউনলোড করেছেন। আর ফ্রি মেম্বার ছাড়াও ৮৫ হাজার পেইড মেম্বার ব্রাউজারটি নিয়মিত ব্যবহার করছেন।

রিটস্ ব্রাউজারটির সুবিধা সম্পর্কে ব্রাউজারটির এই উদ্ভাবক বলেন, মাধ্যমে দ্রুত ব্রাউজিং, রিটস্ ব্রাউজারটির মাধ্যমে কম মেমোরি খরচ লাইভ ক্রিকেট আপডেট, ভাষা ও পছন্দ অনুযায়ী বলিউড ও হলিউডসহ বিনোদন জগতের সর্বশেষ খবর ও ভিডিও দেখা, লাইভ টিভি, লাইভ রেডিও শোনাসহ আরো অনেক সুবিধা উপভোগ করা যায়। সব ধরনের সুবিধা দিতে সক্ষমতা রয়েছে ব্রাউজারটির। নেট ব্যবহার থেকে শুরু করে কেনাকাটাসহ জীবনের যাবতীয় সমস্যা সমাধানে প্রথমে রয়েছে রিটস ব্রাউজার।

তিনি আরও বলেন, এটি একমাত্র ব্রাউজার যেখানে কন্টেন্টগুলো বুফের মতো করে পাওয়া যাবে। ওয়েবসাইট সার্চিং ও অ্যাপ ইন্সটলিং অনেকাংশেই কমিয়ে সহজ করে দেবে এই রিটস ব্রাউজার। এটি শুধু আঙ্গুলের একটি স্পর্শ দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের আপডেট, চলমান ও সর্বশেষ খবর এবং অন্যান্য বিষয়ের বিষয়ভিত্তিক ধারণা দেবে তাই নয়, এটি ডিভাইসের মেমোরি ও পাওয়ার বাঁচাতে সহায়তা করবে, এই অ্যাপটি অন্য একাধিক অ্যাপ ইন্সটলের প্রয়োজনীয়তাও কমিয়ে দিবে।

দেশীয় ব্রাউজারটি ডাউনলোড করতে আগ্রহীকে যেতে হবে এই ঠিকানায়। আর মেম্বারশিপ বিষয়ে বিস্তারিত জানা যাবে এই লিংকে

প্রসঙ্গত, অল্পসময়ে দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিকস্বীকৃত এশিয়ার অস্কারখ্যাত অ্যাপিকটা মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে এই ব্রাউজারটি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status