খেলা

রেকর্ড গড়া কোহলি এবার নতুন ভূমিকায়?

স্পোর্টস ডেস্ক

২১ মার্চ ২০২১, রবিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

লোকেশ রাহুলের টানা ব্যর্থতার সঙ্গে শিখর ধাওয়ানের অফ ফর্ম। সিরিজ নির্ধারণী ম্যাচে তরুণ ইশান কিশানকে নামানোর ঝুঁকি নেননি। অধিনায়ক বিরাট কোহলি নিজেই ওপেনিংয়ে নেমে পড়েন। রোহিত শর্মার সঙ্গে গড়েন দুর্দান্ত জুটি। ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে ভারতের বড় সংগ্রহে রাখেন বড় অবদান। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৫২ বলে ৮০ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিত (৩৪ বলে ৬৪), সূর্যকুমার (১৭ বলে ৩২) ও হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ৩৯ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ২২৪/২ রান করে ভারত। ডেভিড মালান ও জস বাটলার দারুণ ব্যাট করলেও মাঝপথে খেই হারিয়ে ১৮৮/৮ রানে থামে ইংল্যান্ড। অপরাজিত ৮০ রানের ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন কোহলি। ইঙ্গিত দিয়েছেন নিজেকে টি-টোয়েন্টিতে নতুন ভূমিকায় দেখা যাওয়ার।

অধিনায়ক হিসেবে ভেঙেছেন দুই রেকর্ড। ছাড়িয়ে গেছেন কেন উইলিয়ামসন ও অ্যারন ফিঞ্চকে। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের ১১টি অর্ধশতরান ছিল। শনিবারের ইনিংসের পর কোহলির অর্ধশতরানের সংখ্যা দাঁড়াল ১২। তিনি ৪৫ ম্যাচে এই কীর্তি গড়লেন। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক ৪৯ ম্যাচে ১১টি অর্ধশতরান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিকও কোহলি। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের রান ছিল ৪৪ ম্যাচে ১ হাজার ৪৬২। ৮০ রানের ইনিংসের পর কোহলির রান ১ হাজার ৫০২, ৪৫ ম্যাচে। সিরিজসেরা ভারতীয় অধিনায়ক ভেঙেছেন আরো একটি রেকর্ড। সিরিজে পাঁচ ইনিংসে কোহলির মোট রান ২৩১, পূর্ণ সদস্য দলগুলোর দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে পাঁচ ইনিংসে ২২৪ রান করেছিলেন লোকেশ রাহুল।

ওপেনিংয়ে নেমে সফলতা পাওয়ার পর নতুন ভূমিকায় নিজেকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত কোহলির। সেটা আগামী আইপিএলেই। তিনি বলেন, ‘রোহিত ও আমি দারুণ করেছি। পুরনো রোহিতের দেখা মিলেছে। আমার সবসময় রোহিতের সঙ্গে ব্যাট করতে ভাল লাগে। আমরা যদি উইকেটে টিকে যেতে পারি পরের দিকে নামা ব্যাটসম্যানরাও চাপমুক্ত থাকে। আমি আইপিএলেও ইনিংসের শুরুতেই নামব। আমি এর আগেও বিভিন্ন জায়গায় ব্যাট করেছি।’

রোহিত-কোহলির জুটি নিয়ে উচ্ছ্বসিত ভিভিএস লক্ষ্মণ ও মাইকেল ভন। সাবেক ব্যাটসম্যান লক্ষ্মণ টুইটারে লিখেছেন, ‘এই পারফরম্যান্সটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপের চেহারা হোক।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন রোহিত-কোহলির জুটি পৌঁছে যেতে পারে শচীন-শেবাগের উচ্চতায়। টুইটারে ভন লিখেছেন, ‘এর চেয়ে ভাল ওপেনিং জুটি আর কী হতে পারে! বিরাট কোহলি আর রোহিত শর্মা। এই জুটিটা যদি ভারত ধরে রাখতে পারে তাহলে সহজেই বীরেন্দ্র শেবাগ-শচীন টেন্ডুলকার জুটির উচ্চতায় পৌঁছে যেতে পারবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status