ভারত

ভারতে কোভিড ছড়াচ্ছে দ্রুত, কিছু শহরে নাইট কারফিউ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

কোভিডের দ্বিতীয় স্ট্রেইন এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু ভারতে বুধবার ১০২ দিনের মধ্যে সর্বোচ্চ ৩৫ হাজার ৮৫৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে ৬৪ শতাংশ মহারাষ্ট্রে। অর্থাৎ এক মহারাষ্ট্রেই বুধবার আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৭৯। পশ্চিমবঙ্গে এই বছরের ২৪ জানুয়ারির পর কোভিড আক্রান্তের সংখ্যা সর্বোচ্য ৩০৩-এ গিয়ে পৌঁছেছে। সৌদি আরব, স্পেন, ব্রাজিল, তানজানিয়া প্রভৃতি দেশ যেখানে আবার পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে সেখানে এখনও ভারত পূর্ণাঙ্গ লকডাউনে না গেলেও বেশ কিছু শহরে নাইট কারফিউ জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে মাইক্রো কোয়ারেন্টিন জোন গড়ে তোলার ডাক দিয়েছেন। অর্থাৎ যে এলাকায় করোনা সেখানেই জনপদ ভিত্তিতে কোয়ারেন্টিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ববিধি পালন, স্যানিটাইজ করা এবং বারবার হাত ধোয়ার ব্যাপারটি যাতে অনুশাসন হিসেবে পালিত হয় সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেয়া হচ্ছে। বিদেশে যদিও করোনার প্রত্যাবর্তনকে  দ্বিতীয় স্ট্রেইন বলা হচ্ছে, ভারত সে পথে যাচ্ছে না এখনই। তবে যদি তা হয় তাহলে এই দ্বিতীয় স্ট্রেইন প্রথমের থেকেও মারাত্মক হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status