প্রবাসীদের কথা

বৈরুত দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

 জসিম উদ্দীন সরকার, লেবানন

১৭ মার্চ ২০২১, বুধবার, ৭:৪১ অপরাহ্ন

 বাংলাদেশ দূতাবাস লেবাননের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান (পিএসসি)। সভায় বাংলাদেশ থেকে প্রদত্ত্ব রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান ও আরমান প্রধান। এ ছাড়া সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা খালেদ মাহমুদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোকপাত করেন কমিউনিটি নেতা জামাল হোসেন, আশফাক তালুকদার, আবুল বাশার প্রধানসহ বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ। সব শেষে রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার নিজের গুণাবলী দিয়ে একজন মহান নেতায় পরিণত হয়েছিলেন। তিনি শুধুমাত্র দেশের জন্য জীবনের অনেকটা সময় কারাবরণ করেছেন। তিনি চাইলে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন। কিন্তু বাংলার মানুষের জন্য তিনি জীবন বিলিয়ে দিয়েছেন। রাষ্ট্রদূত বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত এত কম সময়েও বঙ্গবন্ধু তার সঠিক ও বলিষ্ট্য নেতৃত্বে দেশকে গঠন করছিলেন। যুদ্ধ পরবর্তী সময় তিনি সঠিক হাতে দেশের হাল ধরেছিলেন বলেই আজ আমরা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে রয়েছি। তিনি বলেন, বঙ্গবন্ধু গরিব ও মেহনতি মানুষের কথা বলতেন, এই জন্য গ্রাম বাংলার মানুষের কাছে তিনি অনেক বেশি জনপ্রিয়। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই তাকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে। প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার কাজে নিয়োজিত হবার শপথ গ্রহণ করি। এ সময় বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, লেবানন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status