খেলা
জেএফএ কাপ দিয়ে শুরু বাংলাদেশ গেমসের নারী ফুটবল
স্পোর্টস রিপোর্টার
২০২১-০৩-১৪
আগামীকাল মাঠে গড়াচ্ছে জেএফএ (জাপান ফুটবল অ্যাসোসিয়েশন) কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব। দেশের সাতটি ভেন্যুতে এবার ৪২টি দল অংশ নিচ্ছে। প্রত্যেক ভেন্যু থেকে একটি করে মোট ৭টি ও সেরা একটি রানার্সআপসহ মোট ৮টি দল খেলবে চূড়ান্তপর্বে। কমলাপুর স্টেডিয়ামে এই আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাফুফের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এসময় আরো উপস্থিত ছিলেন বাফুফে সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
আঞ্চলিক পর্বের সাতটি ভেন্যুর মধ্যে রয়েছে- মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, দিনাজপুর জেলা স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও পটুয়াখালী স্টেডিয়াম।
এবারের আসরের গ্রুপ-১ এ রয়েছে- মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলা। গ্রুপ-২ এ আছে- ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, ফেনী ও কক্সবাজার জেলা। গ্রুপ-৩ এ রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ। গ্রুপ-৪ এ আছে- দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারি, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও রংপুর জেলা। গ্রুপ-৫ এ রয়েছে- রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মেহেরপুর, ঝিনাইদহ ও নওগাঁ জেলা। গ্রুপ-৬ এ রয়েছে- খুলনা, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও যশোর জেলা। আর গ্রুপ-৭ এ রয়েছে- পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠী ও মাগুরা জেলা।
আঞ্চলিক পর্বের সাতটি ভেন্যুর মধ্যে রয়েছে- মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, দিনাজপুর জেলা স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও পটুয়াখালী স্টেডিয়াম।
এবারের আসরের গ্রুপ-১ এ রয়েছে- মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলা। গ্রুপ-২ এ আছে- ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, ফেনী ও কক্সবাজার জেলা। গ্রুপ-৩ এ রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ। গ্রুপ-৪ এ আছে- দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারি, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও রংপুর জেলা। গ্রুপ-৫ এ রয়েছে- রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মেহেরপুর, ঝিনাইদহ ও নওগাঁ জেলা। গ্রুপ-৬ এ রয়েছে- খুলনা, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও যশোর জেলা। আর গ্রুপ-৭ এ রয়েছে- পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠী ও মাগুরা জেলা।