খেলা

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১:০৩ অপরাহ্ন

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করা উইলিয়ামসন কনুইয়ের চোটে ভুগছেন। যার কারণে ১০-১২ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।
নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিকেল ম্যানেজার ডেল শাকেল জানান, ‘উইলিয়ামসনের বাম-কনুইয়ে টিয়ার দেখা দিয়েছে। যার কারণে খেলতে অসুবিধা হচ্ছে তার। এই চোট পুরোপুরি সারাতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।’
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সে দেশের হয়ে খেলতে ভালোবাসে। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাই সহজ ছিল না। কিন্তু একজন ব্যাটসম্যানের সামনের কনুই তার খেলার জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় পুরোদস্তুর বিশ্রাম ছাড়া উপায় নেই। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেনের নেতৃত্বের অভাব অনুভব করবো আমরা। ’
বাংলাদেশের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজেও উইলিয়ামসনকে খেলানোর চিন্তা নেই স্টিডের। আপাতত আইপিএলকে কেন্দ্র করেই তার পুনর্বাসন চালানোর কথা জানালেন কিউই কোচ। তিনি বলেন, ‘আশা করছি তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসন ফিট হয়ে যাবে। তখন আইপিএলও শুরু হবে। আমরা তার সঙ্গে ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কথা চালিয়ে যাব যেন শতভাগ ফিট হলেই কেবল আবার মাঠে নামে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। একটিতে ফিফটি করলেও বাকিগুলোয় পারফর্ম করতে পারেননি। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে একটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেন তিনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্ট খেলে করেন ক্যারিয়ার সেরা ২৫১ রান।
স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ শে মার্চ। ওয়ানডে সিরিজ শেষ হলে আরম্ভ হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ, যা আরম্ভ হবে ২৮ শে মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ শে মার্চ এবং পহেলা এপ্রিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status