অনলাইন

শ্রীলঙ্কায় বাংলাদেশের দূত তারেকের সাথে কানাডার দূত ডেভিডের 'বৈঠক' নিয়ে গণমাধ্যমে সন্দেহ

তারিক চয়ন

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১১:৪৭ পূর্বাহ্ন

সম্প্রতি শ্রীলঙ্কায় নিয়োজিত কানাডার হাইকমিশনার ডেভিড ম্যাককিনন দেশটিতে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলামের সাথে তার 'বৈঠক' এর বিবরণ সেখানকার গণমাধ্যমে ফাঁস হওয়ার পর জানতে চেয়েছেন তিনি নজরদারির মধ্যে রয়েছেন কিনা। শ্রীলঙ্কার ইংরেজী দৈনিক দ্য আইল্যান্ড এর একটি প্রতিবেদন পোস্ট করে তিনি লিখেছেনঃ
"আমি কি নজরদারিতে আছি?"

যা আছে আইল্যান্ড এর প্রতিবেদনটিতে...

যুক্তরাজ্য, কানাডা শ্রীলঙ্কার বিরুদ্ধে সদস্য দেশগুলোকে প্রভাবিত করতে চাইছে" শিরোনামে ৬ মার্চ প্রকাশিত আইল্যান্ড এর ওই প্রতিবেদনে বলা হয়ঃ শ্রীলঙ্কার 'কোর গ্রুপ' এর সদস্য কানাডা ও যুক্তরাজ্য জেনেভা ভিত্তিক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচসিআর) শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের রেজ্যুলিউশনের পক্ষে সমর্থন আদায়ের জোর প্রচেষ্টা চালাচ্ছে। কানাডার হাই কমিশনার ডেভিড ম্যাককিনন বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলামের সাথে কানাডা হাউস, কলম্বো ০৭ এ সাক্ষাৎ করেছেন। এসব দেশসমূহের কূটনীতিকদের মধ্যে বৈঠক খুব কমই হয়। বাংলাদেশ ইউএনএইচআরসি-র সদস্য। কানাডা হাউসের ওই বৈঠকটি যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ হাল্টনের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ওয়ুনজিন জেওং এর বৈঠকের কাছাকাছি সময়েই অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়াও ইউএনএইচআরসি-র সদস্য।

কোর গ্রুপ কি?

বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের বিরুদ্ধে ২৬ বছর ধরে চলা দীর্ঘ গৃহযুদ্ধের শেষ পর্যায়ে শ্রীলঙ্কার সরকারি বাহিনী যুদ্ধাপরাধমূলক কাজ লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। কোর গ্রুপ হলো কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, উত্তর ম্যাসেডোনিয়া, মন্টেনিগ্রো এবং মালাউই নিয়ে গঠিত একটি ফোরাম যেটি শ্রীলঙ্কায় 'পুনর্কেত্রীকরণ, জবাবদিহিতা এবং মানবাধিকারের প্রচার’ শীর্ষক জাতিসংঘের রেজ্যুলিউশন নিয়ে কাজ করছে।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন তার সরকার জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করতে রাজি হয়নি। ওই সরকারের আমলেই তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনীর হাতে (তামিল সশস্ত্র বিদ্রোহীদের দ্বারাও) প্রায় ৪০ হাজার তামিল বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সরকার ২০১৫ সালে ক্ষমতায় এসে সশস্ত্র বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী এলটিটিইর মধ্যে দীর্ঘস্থায়ী নির্মম গৃহযুদ্ধের সময়ের ঘটনাগুলো নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিপ্রায় দেখিয়ে রেজ্যুলিউশনটির 'সহ-পৃষ্ঠপোষক' ছিল। কিন্তু এখন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের নেতৃত্বের সরকারে মাহিন্দা রাজাপক্ষে আবারো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। তার সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে কোর গ্রুপের প্রতি গভীর হতাশা প্রকাশ করে জানিয়ে দেয় যে তারা আর রেজ্যুলিউশনটির 'সহ-পৃষ্ঠপোষক' থাকবে না।

ভারতের গণমাধ্যমেও খবর!

ভারতের অনলাইন দ্য প্রিন্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে যদিও কানাডার হাইকমিশনার বাংলাদেশের হাইকমিশনারের সাথে ঠিক কখন সাক্ষাৎ  করেছেন তা স্পষ্ট নয়, বৈঠককালে কোনও মিডিয়াও উপস্থিত ছিল না বলে জানা গেছে কিন্তু তারপরও বৈঠকের বিবরণ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে শ্রীলঙ্কার পুলিশের মুখপাত্র ডিআইজি অজিত রোহানা নজরদারির অভিযোগ অস্বীকার করেছেন।

এমন সময়ে এই খবর আসলো যখন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ২৬ বছর দীর্ঘ গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আনীত রেজ্যুলিউশনের জন্য ভোটাভুটি হতে পারে। কানাডা এবং যুক্তরাজ্য এই রেজ্যুলিউশনের সোচ্চার সমর্থক, শ্রীলঙ্কা সরকার যেটি প্রত্যাখ্যান করেছে। বর্তমান ইউএনএইচআরসি অধিবেশন ২৩ শে মার্চ সমাপ্ত হতে চলেছে তবে রেজ্যুলিউশনের বিষয়ে ভোটাভুটি হবে কি না তা এখনও স্থির হয়নি।

প্রসঙ্গত, তারেক মো. আরিফুল ইসলাম এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ডেপুটি স্থায়ী প্রতিনিধি এবং ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status