খেলা

টুখেলের অধীনে টানা ১১ ম্যাচে অপরাজিত চেলসি

স্পোর্টস ডেস্ক

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১০:৪৬ পূর্বাহ্ন

টমাস টুখেল দায়িত্ব নেয়ার পর দারুণভাবে ঘুরে দাড়িয়েছে চেলসি। সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারায় টিম ব্লু’রা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান জর্জিনিয়ো। জার্মান কোচের অধীনে নবম ম্যাচ জয় এবং টানা ১১ ম্যাচে অপরাজিত রইলো ছয় বারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ৬৬ শতাংশ বল দখলে রাখা চেলসি শুরুতে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। পঞ্চদশ মিনিটে গোল করতে পারেননি জর্জিনিয়ো। সতীর্থের করা কর্নার প্রতিপক্ষের খেলোয়াড় ফিরিয়ে দিলে ভলিতে অল্পের জন্য বল জালে জড়াতে পারেননি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
৩১তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সের বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়ান মার্কাস আলোনসো। কাছ থেকে কাই হার্ভটিজের ফ্লিকে বল এভারটন ডিফেন্ডার বেন গডফ্রের পায়ে লেগে জালে জড়ায়।
৪১তম মিনিটে আলোনসোকে পরাস্ত করেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। বিরতির আগে ডি-বক্সের বাইরে থেকে আন্দ্রে গোমেসের জোরালো শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন অ্যাডওয়ার্ড মেন্ডি।
৫২তম মিনিটে ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রস ডি-বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন হার্ভাটজ। বল রিসিভের সময় তার হাতে লাগায় গোলটি বাতিল করা হয়।
৬৫তম মিনিটে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিয়ো। সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে পড়া হার্ভাটজকে পিকফোর্ড ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
২৮ ম্যাচে ১৪ জয়, ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ২৭ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান এভারটনের।
২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে লেস্টার সিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status