ভারত

আজ মৈত্রী সেতুর ভার্চ্যুয়াল উদ্বোধন মোদির, সড়কপথে বাংলাদেশের সঙ্গে নিবিড় যোগাযোগ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১০:২৭ পূর্বাহ্ন

আজ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মাইলফলক সংযোজিত হচ্ছে। আজ দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে বোতাম টিপে ভার্চ্যুয়াল উদ্বোধন করবেন মৈত্রী সেতুর। ফেনী নদীর ওপর দিয়ে নির্মিত এই সেতু বাংলাদেশ-ভারতকে সড়কপথে আরো গভীরভাবে সংযুক্ত করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা সব থেকে বেশি উপকৃত হবে। ত্রিপুরার ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে মৈত্রী সেতুর মাধ্যমে। ভারতের সাবরুম থেকে বাংলাদেশের রামগড় পর্যন্ত প্রসারিত সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। ১৩৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে ভারতের ন্যাশনাল হাইওয়ে আন্ড ইনফাস্ট্রাকচার লিমিটেড। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বার্তায় মৈত্রী সেতুকে বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যের প্রতীক বলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status