কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কলকাতায় বহুতল ভবনে আগুন, নিহত ৯

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন

কলকাতার নেতাজি সুভাষ রোডের নিউ কয়লাঘাটে পূর্ব রেলওয়ের বহুতল ভবনের বিধ্বংসী আগুনে ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিন দমকল কর্মী,  এক পুলিশ অফিসার, এক আর পি এফ জওয়ান এবং একজন পদস্থ রেলওয়ে কর্তা আছেন। বাকি তিনজনের দেহ এতটাই পুড়ে ছাই হয়ে গেছে যে  তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।  নিউ কয়লাঘাট স্ট্রিট এর বহুতলটি পূর্ব রেলওয়ের। আগুন লাগে এই  ভবনের ১২তলায় যেখানে পূর্ব রেলের  আসন সংরক্ষণের অফিস ছিল।  আগুন লাগার কারণ জানা যায়নি। সন্ধ্যার পর এই আগুন লাগে।  ধিকিধিকি আগুন দাবানলে পরিণত হয়।  রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে তিন দমকল কর্মী,  এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। তিনি আরও মৃত্যুর সম্ভাবনার কথা উড়িয়ে দেননি।  রাত এগারোটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান এবং ঘুরে দেখেন উদ্ধারকাজ। রাত বারোটায় তিনি এসএসকেএম হাসপাতালে যান যেখানে মৃতদেহগুলি রাখা আছে। এরপরই শুরু হয় উচ্চগ্রামের রাজনীতি। রাত সাড়ে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী টুইট করেন রেল-এর গাফিলতি নিয়ে। দুর্ঘটনাস্থলে রেলের একজন কর্তাও কেন নেই তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দমকল মন্ত্রী সুজিত বসুকে উদ্ধৃত করে অভিযোগ করেন যে দমকল দপ্তর বহুতলের  ম্যাপ  চাইলেও রেল তা  দিতে পারেনি। রাত একটা নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গয়াল  টুইটের জবাব দিয়ে টুইটে  জানান,  তাঁর দপ্তরের অফিসাররা ঘটনাস্থলে আগাগোড়াই ছিলেন। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখেই উদ্ধার কাজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী গভীর রাতে টুইট করে জানান,  নিহতদের পরিবারের হাতে দশ লক্ষ টাকার এককালীন সাহায্য ও পরিবার পিছু একজনকে চাকরি দেবে রাজ্য সরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status