প্রথম পাতা

শনাক্ত ও মৃত্যু বাড়ছে

স্টাফ রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:৩৩ অপরাহ্ন

দেশে করোনার শনাক্ত ও মৃত্যু বেড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬০৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এর আগের দিন এই সংখ্যা ছিল ১১ জনের। অর্থাৎ একদিনের ব্যবধানে শনাক্ত ২৩৯ জন বৃদ্ধি এবং মৃত্যু বেড়েছে ৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৪৭৬ জন। দেশে গত বছরের ৮ই মার্চ প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর দেয় সরকার। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৬০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৫৮টি। এখন পর্যন্ত ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬ হাজার ৪০৭ জন এবং নারী ২ হাজার ৬৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ বছরের উপরে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মারা গেছেন।
নিবন্ধন ৫১ লাখ, টিকা নিয়েছেন ৩৯ লাখ মানুষ: সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২৫তম দিনে গতকাল ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২১ হাজার ৪৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন। এর মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন এবং নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৮৫৯ জনের। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র গতকালের পরিসংখ্যান থেকে জানা যায়, ঢাকা মহানগর ব্যতীত ঢাকা বিভাগের জেলাগুলোতে টিকা নিয়েছেন ১৬ হাজার ৯২০ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ২৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ হাজার ৫৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৮০৭ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮১৩ জন, খুলনা বিভাগে ২১ হাজার ৯ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ৩ হাজার ৯১২ জন। গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণটিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

করোনায় বাংলাদেশের ১২ থেকে ২০ বিলিয়ন ডলার ক্ষতি: স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এখাতে এক ডলার বিনিয়োগ করলে ১০ ডলার রিটার্ন আসবে বলে মন্তব্য করেন তিনি। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত ‘করোনার এক বছরে বাংলাদেশের সাফল্য ও চ্যালেঞ্জ’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, করোনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে ১২ থেকে ২০ বিলিয়ন ডলার। আর বিশ্বের ক্ষতি হয়েছে ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার। স্বাস্থ্যখাতের উন্নয়নের বিষয়ে করোনা আমাদের শিখিয়েছে। সময়ের সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই আলোকে আমরা কাজ শুরু করে দিয়েছি। স্বাস্থ্যখাতে আরো গবেষণার জোর দিয়ে তিনি আরো বলেন, সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একার পক্ষে সবকিছু করা সম্ভব না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ মাস্ক পরা কমিয়ে দিয়েছে। সামাজিক অনুষ্ঠানগুলো বেপরোয়াভাব চলছে। তিনি সকলকে মাস্ক পরার এবং করোনার টিকা নেয়ার আহ্বান জানান।
সংগঠনের সহ-সভাপতি এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া কেকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএসএমএমইউ’র সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএইচআরএফ’র সভাপতি এবং কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status