দেশ বিদেশ

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

অনলাইন ডেস্ক

৮ মার্চ ২০২১, সোমবার, ৯:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যােগে আরাফাত রহমান কোকো গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ হবিবপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। পরে রোববার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় হবিবপুর একাদশ ১-০ গোলে রানীগঞ্জ একাদশকে পরাজিত করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সর্বমোট ১৬ টি দল অংশ নেয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারীর সভাপতিত্বে বাবর আহমদ ও মনজু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল আজিজ, সাবেক পৌর কাউন্সিলর সাচ্ছা মিয়া, সাবেক মেম্বার সাদেক আহমদ, কাউন্সিলর শফিকুল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল বারি, যুক্তরাজ্য প্রবাসী কৃতি ফুটবলার শাহ ছফি মিয়া, হান্নান মিয়া, শামীনুর রহমান, আনছার আহমদ, কবির আহমদ, রমজান আলী, আব্দুল কাহার, যুক্তরাজ্য প্রবাসী জিয়াউর রহমা, প্রিন্সিপাল মিজানুর রহমান, শেখ মহসিন আহমদ, শরিফ আহমদ, শায়েক আহমদ, সুজন আহমদ, সাহান আহমদ, রনি আহমদ, রায়হান আহমদ, কুহিনুর আহমদ, দিলশাদ আহমদ, মনির আহমদ, সুমন আহমদ, অলিউর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব দেশ ও জাতীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ক্রীড়া অঙ্গনে দেশে-বিদেশে প্রতিষ্ঠাকাল থেকে নিয়মিত খেলাধুলাসহ শিক্ষা, চিকিৎসা, আর্ত মানবতার কল্যাণে কাজ করছে। তিনি এ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবকে আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এদিকে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব মালোশিয়া শাখার পক্ষথেকে ও যুক্তরাজ্যে বসবাসকারী ক্লাবের নেতৃবৃন্দরা খেলার সফলতা কামনায় ব্যাপক প্রচারণায় অংশ নেওয়ায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারী আন্তরিক ধন্যবাদ জানান। আরাফারত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলাটি সুন্দরভাবে সম্পূর্ণ করায় খেলা পরিচালানা কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান যুক্তরাজ্যে বসবাসকারী আব্দুল গফুর, মির্জা জুয়েল আহমদ, সেলিনা আক্তার, জিল্লুল হক, আবুল হোসেন, শাহ ছোট মিয়া, আবু সাদিক, ময়ুর হোসাইন, আবে হেনা লায়লা প্রমূখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status