শেষের পাতা

তরঙ্গ নিয়ে গ্রামীণফোন ও রবি’র নিলাম যুদ্ধ

স্টাফ রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:২৮ অপরাহ্ন

তরঙ্গ নিলামে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের শেষ ব্লক ৫ মেগাহার্টজ ব্লক নিয়ে রীতিমতো নিলাম যুদ্ধ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দেশের সবচেয়ে বড় দুই মোবাইল  অপারেটর গ্রামীণফোন ও রবি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিলাম যুদ্ধ চলছিলো। সর্বশেষ নিলামে এই ব্লকের ডাক উঠে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। এই ব্লকের নিলাম প্রক্রিয়ার শুরুতে ডাক থেকে সরে আসে বাংলালিংক। পরে টেলিটকও সরে আসে। নিলামে অংশ নিলেও কোনো তরঙ্গ কিনেনি রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক। এর আগে ১৮০০ মেগাহার্টজ তরঙ্গে সব ব্লক এবং ২১০০ মেগাহার্টজ তরঙ্গে ৩টি ব্লক বিক্রি হয়ে যায়। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বেলা ১১টার দিকে নিলাম শুরু হয়। নিলামের শুরুতে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে দুটি ব্লক দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গের এবং দুটি ব্লক ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের। প্রতিটি ব্লকের ভিত্তিমূল্য ছিল ৩১ মিলিয়ন ডলার। এরমধ্যে ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের দুটি ব্লক নিয়ে মোট ৪ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ নেয় বাংলালিংক। রবি ২ দশমিক ২ মেগাহার্টজের একটি এবং দশমিক ৪৪ মেগাহার্টজের একটি নিয়ে মোট ২ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ নেয়। আর গ্রামীণফোন নেয় একটি ব্লকে দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গ। নিলামে ভিত্তিমূল্যের উপর কোনো দাম না ওঠায় সেই দামেই অপারেটররা তরঙ্গ পেয়ে যায়। মোটামুটি এক ঘণ্টার মধ্যে প্রথম ধাপের নিলাম শেষ হয়। এতে ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করে সরকারের আয় হয় ২২৯ দশমিক ৪ মিলিয়ন ডলার। এরপর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ ৫ মেগাহার্টজ করে মোট চারটি ব্লকে বিক্রির জন্য নিলাম শুরু হয় বেলা সাড়ে ১২টার দিকে। প্রতিটি ব্লকের ভিত্তিমূল্য ছিল ২৭ মিলিয়ন ডলার। বেলা দেড়টার দিকে প্রথম ব্লকে টেলিটক বাদে বাকি তিন অপারেটর ২৭ মিলিয়ন ডলার থেকে ডাক শুরু করে। পরে টেলিটক সরে যাওয়ার পর ২৯ দশমিক ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত দরে থাকে তিন কোম্পানি। এরপর কেউ আর ডাক না বাড়ালে নিয়ম অনুসারে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ৫ মেগাগার্টজ করে তরঙ্গ পায়। ১৫ মেগাহার্টজ তরঙ্গ সেখানে বিক্রি হয়ে যায়। ৫ মেগাহার্টজ তরঙ্গের বাকি একটি ব্লকের নিলামে ২৭ মিলিয়ন ডলার থেকে ডাক শুরু হলে প্রথমেই বাংলালিংক নিলাম থেকে সরে আসে। এরপর প্রতি ডাকে দশমিক ২৫ মিলিয়ন ডলার করে দর বাড়তে থাকে এবং এক পর্যায়ে ৩০ মিলিয়ন ডলারে গিয়ে থামার পর পৌনে ৩টায় দুপুরের খাবারের বিরতি দেয়া হয়। পৌনে ৪টার দিকে আবার নিলাম প্রক্রিয়া শুরু হলে ৩০ দশমিক ৫০ মিলিয়ন ডলার থেকে দাম হাঁকা শুরু হয়। ৩০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে দাম উঠলে ১৬তম রাউন্ডে সরে দাঁড়ায় টেলিটক। রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত ওই ব্লকের ফয়সালা হয়নি। দেশের দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ও রবি তখনো ডাক চালিয়ে যাচ্ছিল। তখন ৭৯ নম্বর রাউন্ডে ৪৬ দশমিক ৫০ মিলিয়ন ইউএস ডলারের ডাক চলছিল। নিলামে ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটরদের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিলামে চারটি টেবিলের মধ্যে ১ নম্বর টেবিলে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক, ২ নম্বর টেবিলে বাংলালিংক, ৩ নম্বরে গ্রামীণফোন এবং ৪ নম্বর টেবিলে অপারেটর রবি অবস্থান নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status