বাংলারজমিন

‘প্লিজ, দালাল ধরে বিদেশে যাবেন না’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:১৭ অপরাহ্ন

প্লিজ, দালাল ধরে বিদেশে যাবেন না। এতে প্রতারিত হবেনই। সরকারি চ্যানেলে গেলে অনেক বেশি সুরক্ষিত থাকবেন। বিশ্ব নারী দিবসে সিলেটে উইমেন চেম্বারের অনুষ্ঠানে এ অনুরোধ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে আন্তর্জাতিক নারী দিবস ও মুজিবশতবর্ষ উপলক্ষে সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী ২০২১ এর আয়োজন করেছে সিলেট উইমেন চেম্বার। সোমবার দুপুরে মন্ত্রী ইমরান আহমদসহ অতিথিরা উদ্যেক্তা সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন- ‘নারীরা বিশ্বের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, এদের মধ্যে দুর্ঘটনাও ঘটছে। বিদেশ থেকে দু’জন ফেরত এলেও আরো ৯৮ জন ঠিকই উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন। তবে আমরা চাই নারীরা যাতে দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে কষ্ট না করেন। দেশেই ৭০টি টিটিসি রয়েছে যাদের সাহায্যে নারী দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়া ভালো অর্থ উপার্জন করতে পারেন। নারীদের পিছিয়ে রাখা একটি সমাজবিরোধী কাজ। বিশ্বের প্রায় ৫০ শতাংশই নারী। তাদেরকে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।’ উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের ঘোষক জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট শামিমা আক্তার খানম, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status