খেলা

জামাল ভূঁইয়াকে পাচ্ছে তো বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:১০ অপরাহ্ন

আগামী ২৫শে মার্চ আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে এই ম্যাচটি খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান। বার বার চেষ্টা করে আফগানদের আনতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে হচ্ছে জামাল-রানাদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর আগে জাতীয় দলকে প্রস্তুত করতে নেপাল পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আসন্ন ফিফা উইন্ডোতে সেখানে তিন জাতি ফুটবলে অংশ নিবে সোহেল- জামালরা। সেখানে বাংলাদেশ স্বাগতিক নেপাল ছাড়া টুর্নামেন্টে খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩। টুর্নামেন্ট শুরু হবে ২৩শে মার্চ। এই আসরে অধিনায়ক জামাল ভূঁইয়ার সার্ভিস পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল নেপালে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে যাবে। অধিনায়ক জামাল ভূঁইয়া ভারতে কলকাতা মোহামেডানের হয়ে আই লীগ খেলছেন। গতকাল জামালের জাতীয় দলে অংশগ্রহণ সম্পর্কে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, দল ঘোষণা হোক কাল (আজ)। এরপর আমরা ক্লাবের সঙ্গে যোগাযোগ করবো।’ নেপালের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট ফিফা উইন্ডোতে। ফিফা উইন্ডোতে ক্লাবকে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া বাধ্যতামূলক। কলকাতা মোহামেডানের সুপার লীগে চতুর্থ ম্যাচ ২১শে মার্চ। এদিকে নেপালে ২৩, ২৫, ২৭ এই তিন দিন গ্রুপ পর্বের ম্যাচ। বাংলাদেশের কোন্‌ দুই দিন ম্যাচ এটি এখনো নেপাল বাফুফেকে জানায়নি। নেপালে কোয়ারেন্টিন ব্যবস্থা নিয়ে নাবিল বলেন, নেপালে গিয়ে পরদিন থেকে বাংলাদেশ অনুশীলনের সুবিধা পাবে। আমাদের ক্যাম্প শুরুর আগে ও ফ্লাইটের আগে কোভিড পরীক্ষা হবে। বাংলাদেশের ক্যাম্প ১৩ই মার্চ থেকে শুরু হওয়ার কথা জানান নাবিল। এ বিষয়ে তিনি বলেন, ১৮ বা ২০শে মার্চ নেপালের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। ২৯শে মার্চ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status