খেলা

চমক থাকছে বাংলাদেশ গেমসে

স্পোর্টস রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:১০ অপরাহ্ন

১ থেকে ১০ই এপ্রিল হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এরইমধ্যে মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) চত্বরে পাওয়া যাচ্ছে গেমসের আমেজ। বিওএ ভবন সুসজ্জিত হচ্ছে। গেমসের ব্যানার, ফেস্টুনের পাশাপাশি এবার বিওএ ভবনের সামনে সেঁটেছে একটি ছোট্ট জায়ান্ট স্ক্রিন। সেখানে শোাভা পাচ্ছে গেমসের লোগো। গতকাল স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গেমসের মূল আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠানে। করোনাকাল হলেও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক থাকছে জানিয়ে তিনি বলেন, ‘খুবই সুন্দর ও ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান হবে। যা কখনো আগে হয়নি, এমন কিছুই হবে। আশা করি সবাই চমক উপভোগ করবে।’
করোনা ভাইরাসের জন্য গত বছর গেমস স্থগিত ছিল। এখন করোনার প্রকোপ চলছে। মুজিববর্ষ বর্ধিত হওয়ায় করোনার মধ্যেও গেমস আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। গেমস আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বিওএ। এ বিষয়ে বিওএ মহাসচিব বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি উচ্চ দক্ষতা সম্পন্ন মেডিক্যাল কমিটি করেছে। তারা গেমসের স্বাস্থ্যগত সকল বিষয় নিয়ে কাজ শুরু করেছে। আশা করি ভালো মতোই আমরা গেমস আয়োজন করতে পারবো।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গেমস সম্পর্কে বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গেমস সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে সকল সহযোগিতা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।’ বিওএ মহাসচিব শাহেদ রেজাও নিশ্চিত করেছেন গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমসের মশাল আগামী ২৮শে মার্চ টুঙ্গিপাড়া থেকে রওনা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status