খেলা

প্রত্যেক জেলায় হবে মিনি স্টেডিয়াম

স্পোর্টস রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:০৯ অপরাহ্ন

‘দেশের ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির জন্য পরিকল্পনা একনেকে জমা দেয়া হয়েছে। এ ছাড়া আপাতত দেশের ২০টি জেলায় ইনডোরসহ খেলোয়াড়দের জন্য জিমন্যাশিয়াম তৈরি করা হবে। যা পরে দেশের সব জেলাতেই তৈরি করা হবে’- গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌ বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্রেস টোন ভাষা দিবস স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার প্রদান এবং ইস্পাহানী স্বাধীনতা দিবস স্কোয়াশের সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি কর্ণেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.) এবং ইস্পাহানীর কর্মকর্তা ওমর হান্নান উপস্থিত ছিলেন। গ্রেস টোন ভাষা দিবস টুর্নামেন্টের উর্ধ্ব-১৫ ইভেন্টের পুরুষ বিভাগে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের জাহিদ হোসেন চ্যাম্পিয়ন ও নৌবাহিনীর আবরার ইবনে জামিল রানারআপ, নারী বিভাগে বিএএফ শাহিন কলেজের আতিফ ইবনাত চ্যাম্পিয়ন ও রিয়াজুল জান্নাত রানারআপ, উর্ধ্ব-১৯ ইভেন্টে উত্তরা ক্‌রাবের হামজা ইবনে সালেহিন চ্যাম্পিয়ন ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের সোহাগ রানারআপ, উন্মুক্ত পুরুষ বিভাগে উত্তরা ক্লাবের সুমন চ্যাম্পিয়ন ও সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রনি দেবনাথ রানারআপ, উন্মুক্ত নারী বিভাগে সৈনিক মারজান আক্তার চ্যাম্পিয়ন ও একই দলের সুনিতা রানী রানারআপ এবং ক্লাব মেম্বারদের ইভেন্টে চট্টগ্রাম ক্লাবের সাজ্জাদ আরেফিন চ্যাম্পিয়ন ও একই ক্লাবের ফায়াজ রহমান রানারআপ হন। ১২ মার্চ শুরু হওয়া স্বাধীনতা দিবস টুর্নামেন্টে ১২০ জন নারী ও পুরুষ খেলোয়াড় পাঁচটি ইভেন্টে অংশ নেবেন। প্রাথমিক পর্বের খেলাগুলো গুলশান ক্লাব, বিএএফ শাহিন কলেজ ও আর্মি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে চট্টগ্রামে। ২০ মার্চ টুর্নামেন্ট শেষ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status