এক্সক্লুসিভ

নারী দিবসে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার

মুক্তিযুদ্ধে নারীদের অসীম সাহসী ভূমিকা ছিল

স্টাফ রিপোর্টার

৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ৮:৪২ অপরাহ্ন

নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধে নারীরা অসীম সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নারীর প্রতি বৈষম্য একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের বর্তমান সরকার নারীর প্রতি যে বৈষম্য রয়েছে তা দূর করার চেষ্টা করছে। বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রথম নারী নীতিমালা প্রণয়ন করে। এরই পরিপ্রেক্ষিতে আজ আমরা সারা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন দেখতে পাই।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধে নারী’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে সাংবাদিকরা সব সময় বয়স্ক একজন পুরুষকে দেখেই আসছেন। কিন্তু, হঠাৎ একজন নারী আসায়, যিনি তখন খুব বেশি বয়স্ক নন, সেটা দেখে একটা ধাক্কা লাগতেই পারে।
তিনি বলেন, এখন ধর্ষণের ঘটনা ঘটলে আদালতের নির্দেশনা আছে ধর্ষণের শিকার নারীর ছবি ছাপানো যাবে না। ধর্ষক বিচারের রায়ে শাস্তি পায়। আর যে নারী ধর্ষণের শিকার হয় তার জন্য প্রতিদিনই মৃত্যুদণ্ড। সারাটা জীবন তাকে অস্পৃশ্য ভাবা হয়। এটা পুরোপুরি মানসিকতার ব্যাপার। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো নারীর প্রতি সহিংসতা মেনে নেয়া যায় না। নারীর অধিকারের বিষয়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, দিন দিন নারীর প্রতি সহিংসতা বাড়ছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরে। নারীর অধিকার নিয়ে সকলকে সোচ্চার হতে হবে। নারী নেত্রী নাসিমুন আরা মিনু বলেন, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে নারীদের অবদান ও অধিকারের কথা। তাহলে নতুন প্রজন্মের নারীদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনারে স্বরচিত কবিতা আবৃত্তি করেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবি হাসান হাফিজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট নারী সাংবাদিক মাহমুদা চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য শাহনাজ বেগম পলি, নারী নেত্রী কাজী সুফিয়া আক্তার।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status