বিশ্বজমিন

থাইল্যান্ডে পর্যটকদের কোয়ারেন্টিনের সময় কমছে

মানবজমিন ডেস্ক

৮ মার্চ ২০২১, সোমবার, ৭:৫০ অপরাহ্ন

যেসব বিদেশি করোনার টিকা নিয়েছেন তাদের জন্য থাইল্যান্ড সফরের সময় বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হচ্ছে। আগামী মাস থেকেই এই বিধান চালু হচ্ছে বলে সোমবার জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাঙ্কুল। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সফরের তিন মাসের মধ্যে করোনার টিকা নিয়েছেন এমনটা প্রমাণ দেখাতে হবে পর্যটককে। একই সঙ্গে নিজের দেশ ছাড়ার তিন দিনের মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণ দেখাতে হবে। স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাঙ্কুল সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তবে যারা এখনও টিকা নেননি, যদি এমন কোনো পর্যটক থাইল্যান্ড সফরে যান তাহলে তাকে করোনামুক্ত সনদ দেখাতে হবে এবং ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে থাইল্যান্ডের ফ্লাইট সীমিত করা হয়েছে। কঠোর করা হয়েছে নিয়মকানুন। সেদেশে যাওয়া সবার জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়। এসব বিধিনিষেধের কারণে দেশটির অতি গুরুত্বপূর্ণ পর্যটন খাতে ধস নেমেছে। ব্যাপকভাবে কর্ম হারিয়েছে মানুষ। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। ২০১৯ সালে এ দেশ সফরে গিয়েছিলেন প্রায় ৪ কোটি পর্যটক। তবে নতুন করে কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করা হলেও এর আওতায় আসবে না আফ্রিকা। আফ্রিকার কোনো ব্যক্তি থাইল্যান্ড সফরে গেলে তাকে দুই সপ্তাহই কোয়ারেন্টিনে থাকতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status