অনলাইন

বিজ্ঞাপনে আক্রমণাত্মক শব্দ নয়: বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

৮ মার্চ ২০২১, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে একে অন্যের বিরুদ্ধে সামাজিক এবং গণমাধ্যমে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী পরিচালনা করার নির্দেশনাও দেয়া হয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, মোবাইল সেবাদানকারী ব্যাংক এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সম্প্রতি দেখা গেছে, বিভিন্ন ই-ওয়ালেট, ই-মানি প্রোভাইডারগুলো প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বাণিজ্যিক প্রচারণা এবং জনসংযোগমূলক বিজ্ঞাপনগুলোতে (সংবাদপত্র, বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব, ফোনে পাঠানো এসএমএস, ফেসবুক, লিংকডইন, টুইটার ইত্যাদি) বা প্রচারণামূলক অন্যান্য কার্যক্রমে এক প্রোভাইডার অন্য প্রোভাইডারকে হেয়প্রতিপন্ন করছে। একে অপরের সেবা সম্পর্কে বিদ্রুপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করছে। এটা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’।

এ জন্য বিজ্ঞাপন প্রচারে বিদ্রুপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দের ব্যবহার পরিহার তথা নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকার পাশাপাশি জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী পরিচালনা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status