বিনোদন

আলাপন

শোবিজের নারী মানেই তাকে কটাক্ষ করতে হবে

এন আই বুলবুল

৮ মার্চ ২০২১, সোমবার, ৯:২৩ পূর্বাহ্ন

শহর কিংবা মধ্যবিত্ত পরিবারের কিছু নারী অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছেন। কিন্তু সব শ্রেনীর নারী সেই সুযোগ পাচ্ছে না। নারী দিবসটি আমার কাছে তখনই গুরুত্ব পাবে যখন আমাদের নারীরা আর পিছিয়ে থাকবে না। আজকের আন্তর্জাতিক নারী দিবস নিয়ে এভাবে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন।  দিবসটি নিয়ে তিনি আরো বলেন, আমাদের পরিবারে বা সমাজে নারী যতই শিক্ষিত হোক, দিন শেষে পুরুষের সিদ্ধান্তই গুরুত্ব পাচ্ছে। অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, অনেক সাংসদ সদস্য নারী, বিভিন্ন জেলায় নারী ডিসি কাজ করছেন। এমন দেশে নারীদের পিছিয়ে থাকা সত্যি অবাক করে। একজন নারীকে সাবলম্বী হতে কোন বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন? উত্তরে শাওন বলেন, অবশ্যই শিক্ষিত হতে হবে। এর বিকল্প নেই। যদি কোনো নারী শিক্ষা গ্রহণ করতে না পারেন তাহলে তার মেয়ে শিশুকে যেন শিক্ষিত করে। দীর্ঘ সময় শোবিজে কাজ করছেন। এই মাধ্যমে কাজ করতে গিয়ে নারীদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে? এই অভিনেত্রী বলেন, আমাদের শোবিজে কোনো নারী শিল্পী ভালো কিছু করলেই মন্তব্য শোনা যায় পরিচালকের সঙ্গে সম্পর্ক আছে। অথবা অন্য কোনো উপায়ে এই কাজটি তিনি করেছেন। কিন্তু পুরুষ শিল্পীদের ক্ষেত্রে এমনটা শোনা যায় না। সবার মনে রাখা উচিৎ একজন নারী শিল্পীও নতুন কিছু করতে পারেন। আর একটি বিষয় খুব বেশি হয়। শোবিজের নারী মানেই তাকে কটাক্ষ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এমনটাই দেখা যাচ্ছে। আলাপনে শাওন তার ব্যস্ততা নিয়েও কথা বলেন। সাম্প্রতিক সময়ে তার দুটি গান দারুণ প্রশংসিত হয়েছে। খুব শিগগির আরো নতুন গান নিয়ে আসছেন বলে জানান তিনি। তবে এই নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status