প্রথম পাতা

চট্টগ্রামে কয়েদি লাপাত্তা

দুই কারারক্ষী বরখাস্ত

চট্টগ্রাম সংবাদদাতা

৮ মার্চ ২০২১, সোমবার, ৯:৫৭ অপরাহ্ন

 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হত্যা মামলায় আটক হওয়া হাজতি মো. ফরহাদ হোসেন রুবেলের 
এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় দায়িত্বরত কারারক্ষী ও সহকারী কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
জেল সুপার বলেন. বন্দি নিখোঁজের ঘটনায় একজন ডিআইজিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ওইদিন দায়িত্বরত কারারক্ষী ও সহকারী কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোর ৬টা থেকে হাজতি মো. ফরহাদ হোসেন রুবেলের খোঁজ পাচ্ছেন না কারা কর্তৃপক্ষ। নিখোঁজ রুবেল নরসিংদী জেলার রায়পুরা থানার মীরের কান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারীর ছেলে। নগরীর সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ই ফেব্রুয়ারি তিনি কারাগারে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status