শেষের পাতা

কিশোরগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

৭ মার্চ ২০২১, রবিবার, ৯:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা কারাগারে শাহীন মিয়া (৫০) নামে এক কয়েদি মারা গেছেন। কারাগারে অসুস্থ হওয়ার পর গতকাল বেলা ১১টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়ার শাহজাহান মিয়ার ছেলে। কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দু’টি হত্যা ও ডাকাতির মামলায় তার ৬০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজা খাটা অবস্থায় তাকে গত ২০শে জানুয়ারি কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাসির আহমেদ জানান, গতকাল সকালে কয়েদি শাহীন মিয়া বুকে ব্যথা অনুভব করলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টায় সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদি শাহীন মিয়ার মৃত্যু হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সন্দীপন সাহা জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বুকে ব্যথা ও ঘাম হয়েছিল বলে রোগীর সঙ্গে আসা কারাগারের লোকজন তাকে জানিয়েছেন।
শাহীন মিয়ার ছোট ভাই ফাহিম জানান, সর্বশেষ গত ২৫শে ফেব্রুয়ারি কিশোরগঞ্জের আদালতে তার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। গতকাল বেলা ১২টার দিকে জেলখানায় ফোন দিলে তার ভাই অসুস্থ বলে তাদের জানানো হয়েছে। অসুস্থতার খবর পেয়ে তারা বিকালে কিশোরগঞ্জে গিয়ে ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। কারাগারে মারা যাওয়া শাহীন মিয়ার স্ত্রী এবং নবম শ্রেণি পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে বলেও ফাহিম জানান।
প্রসঙ্গত, মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত ৯ই ফেব্রুয়ারি ভোররাতে কিশোরগঞ্জ জেলা কারাগারে একই সেলে আটক হাজতি সাইদুর মিয়া (৩৬) বাথ রুমের দরজার কাঠ ভেঙে সেটি দিয়ে আঘাত করে ঘুমন্ত অবস্থায় আব্দুল হাই (২৭) নামে এক হাজতিকে হত্যা ও মো. জাহাঙ্গীর (২৮) নামে আরেক হাজতিকে গুরুতর আহত করে। এই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কারাগারে কয়েদি মৃত্যুর ঘটনাটি ঘটলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status