খেলা

এজিএম শেষে চলছে ভোটগ্রহণ

নতুন পরিচালনা পর্ষদের অপেক্ষায় মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

৬ মার্চ ২০২১, শনিবার, ৫:০৬ অপরাহ্ন

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে চলছে ভোটগ্রহণ। ১৬টি পদে ২০ জন প্রার্থী পরিচালক পদে লড়াই করছেন।

প্রায় ৯ বছর পর হয় মোহামেডানের তৃতীয় বার্ষিক সাধারণ সভা। শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যা শেষ হয় দুপুর ১টায়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নিরপেক্ষ সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
সভায় উপস্থিত সবাইকে এ এম আমিন উদ্দিন আহ্বান জানিয়েছেন, সকল বিভেদ ভুলে একত্রে মিলে মোহামেডানের উত্তরোত্তর সাফল্য অর্জনে কাজ করতে। এ সভায় বিগত কার্যনির্বাহী কমিটির নিরীক্ষিত হিসাব-নিকাশ তুলে ধরা হয় এবং সবশেষ কার্যনির্বাহী সভার অনুমোদন দেয়া হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর ২টায় শুরু হয় ভোটগ্রহণ। যেখানে ক্লাবে ১৬টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২০ জন প্রার্থী। তাদের বাছাই করতে ভোটার সংখ্যা মোট ৩৩৭ জন। সভায় উপস্থিত ছিলেন ১১৫ জন সদস্য।
এজিএমএ-এ উপস্থিত না থাকলেও ভোট দিতে এসেছেন ক্লাবের সাবেক ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
নির্বাচনে অংশ নিলেও এজিএমএ-এ উপস্থিত হননি আব্দুস সালাম মুশের্দী ও প্রকৌশলী গোলাম মো. আলমগীর ।
উল্লেখ্য, ক্লাবের সভাপতি পদে নির্বাচন হচ্ছে না। সভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)।

পরিচালক পদে নির্বাচন করছেন যারা
মো. হানিফ ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্স, খোজেস্তা-নুর-ই-নাহরিন, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, মাসুদুজ্জামান, মো. মোস্তাকুর রহমান, মাহবুব-উল আনাম, প্রকৌশলী গোলাম মো. আলমগীর, প্রকৌশলী কবির আহমদ ভুঁইয়া, মইন উদ্দিন হাসান রসিদ, মোস্তফা কামাল, আব্দুস সালাম মুর্শেদী এমপি, শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, দাতো মো. ইকরামুল হক, মো. মঞ্জুর আলম, সাজেদ এ এ আদেল, কামরুন নাহার ডানা, এ. জি. এম সাব্বির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status