বিনোদন

আলাপন

কথা বলা নিষেধ আছে -নুসরাত ফারিয়া

মাজহারুল তামিম

৬ মার্চ ২০২১, শনিবার, ১০:০৭ পূর্বাহ্ন

ক্যারিয়ারের সুসময় পার করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ বাংলাদেশ তো কাল মুম্বই। শুটিংয়ের জন্য ছুটেই চলছেন। এখন তিনি 'বঙ্গবন্ধু' ছবির কাজে মুম্বই রয়েছেন। ছবিটির দৃশ্যধারণে ব্যস্ত তিনি। মাঝে এক দিনের জন্য দেশে ফিরেছিলেন। 'অপারেশন সুন্দরবন'-এর টিজার উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে পরদিন আবারও ফিরে যান। এই ছুটে চলায় কোনো ক্লান্তি নেই তার। ফারিয়া বলেন, এই ব্যস্ততাকে আমি উপভোগ করি। কাজের জন্য কষ্ট করতে সমস্যা নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোর বেলার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। কাজের অভিজ্ঞতা কেমন? ফারিয়া বলেন, ছবিটি নিয়ে কথা বলা নিষেধ আছে। তাই এখন কিছু বলতে চাইছি না। এতটুকুই বলবো কাজটা অনেক সুন্দরভাবে হচ্ছে। আমরা সবাই সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছি। 'বঙ্গবন্ধু'তে আপনার অংশের কাজ কবে শেষ হবে? এ নায়িকা বলেন, চলতি মাসের শেষ অবধি শুটিং, এরপরই শেষ। পরের সিনেমা কোনটা? ফারিয়া বলেন, এরপর কলকাতায় 'ভয়' সিনেমার শুটিং হবে। আর এপ্রিলের প্রথম সপ্তাহে 'বিবাহ অভিযান টু'র শুটিং। এদিকে গত বছরের ৬ মার্চ ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি 'শাহেনশাহ' মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে 'অপারেশন সুন্দরবন'। এই ছবিতে তার সহশিল্পীরা হলেন- রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রোশনসহ আরও অনেকে। ফারিয়া বলেন, এ বছর তিন-চারটা ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। ঈদুল আজহায় 'অপারেশন সুন্দরবন', এপ্রিলে 'যদি কিন্তু তবু' মুক্তির সম্ভাবনা আছে। আর 'পাতালঘর' ও এ বছরই মুক্তি পেতে পারে। অভিনয়ের পাশাপাশি গানও করেন ফারিয়া। তার প্রথম গান 'পটাকা' প্রকাশ হয় ২০১৮ সালে। নতুন খবর হল, এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। অন্তর্জালে ঝড় তোলা ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ প্রথম গানকে টপকে কোটির ক্লাবে নাম লিখিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status