শেষের পাতা

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা চলছে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

৬ মার্চ ২০২১, শনিবার, ৯:২৫ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং দুর্ব্যবহার নিয়ে যেটা বলা হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করছি। অপব্যবহার এবং দুর্ব্যবহার যাতে না হয়, এ ব্যাপারে কি কি ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে আমি মানবাধিকার কমিশনারের সঙ্গে কথা বলেছি। আমাদের
আলোচনা অব্যাহত আছে। আমরা দেখবো সারা বিশ্বে এর বেস্ট প্র্যাকটিস কী আছে। এরপর ব্যবস্থা নেয়ার প্রয়োজন হলে আমরা নেবো। গতকাল নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছে স্টেশনের বাইরে অপেক্ষমাণ এলাকাবাসীর উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয়নি। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলবো।’ আইনমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লাখ লোক মারা গেছেন। আমরা আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা জয়ী হতে চাই। এজন্য সবাইকে দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status