খেলা

কাবাডি দেখবেন নরেন্দ্র মোদি!

স্পোর্টস রিপোর্টার

৬ মার্চ ২০২১, শনিবার, ৮:৪৯ অপরাহ্ন

ঢাকায় কাবাডি খেলা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত হয়ে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী। একটি সূত্রে জানা যায়, ওই সময়ে দু’দেশের পুরুষ কাবাডি দল একটি প্রীতি ম্যাচ খেলবে। যা উপভোগ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই প্রস্তুতি চলছে জাতীয় দল নিয়ে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের দেশে আসছেন নরেন্দ্র মোদি। তিনি নিজ দেশের কাবাডি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছেন ঢাকায় এসে যেন জাতীয় দল খেলে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে দু’দেশের জাতীয় দলের এই প্রীতি ম্যাচটি। তবে স্বশরীরে নাকি স্টার স্পোর্টসের সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনে দুই দেশের প্রধানমন্ত্রী ম্যাচটি উপভোগ করবেন, তা এখনই বলা যাচ্ছে না।’


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status