খেলা

প্রোটিয়া ক্রিকেটের নতুন দায়িত্বে বাভুমা-এলগার

স্পোর্টস ডেস্ক

৫ মার্চ ২০২১, শুক্রবার, ২:৫৩ অপরাহ্ন

কুইন্টন ডি ককের নেতৃত্বে সময়টা ভালো যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের। প্রোটিয়া অধিনায়কের গলায়ও শোনা যাচ্ছিল দায়িত্ব ছাড়ার সুর। এবার তিন ফরম্যাটে নতুন দুইজন অধিনায়ক নির্বাচন করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন টেম্বা বাভুমা। আর টেস্ট দলের নেতৃত্বে আসলেন ডিন এলগার।
মাঠের ভেতরে ও বাইরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। ডি ককের মতো অভিজ্ঞ পারফর্মারের হাতে নেতৃত্ব দিয়েও স্বস্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোদ  ডি ককই জানিয়েছিলেন, অধিনায়কত্বের চাপ সামলাতে পারছেন না তিনি। কোচ বা বোর্ড কর্তারা তাই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।
ডি কক ২৩টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ ডি ককের কৃতজ্ঞতা জ্ঞাপন করে নতুনদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ এতোদিন দলের দায়িত্ব পালনের জন্য আমরা কুইনির কাছে কৃতজ্ঞ। আশা করি, এখনও দলের কোনো সিদ্ধান্তে প্রয়োজনে ভূমিকা পালন করবে সে। টেম্বা ও ডিনকে দায়িত্ব দিয়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, তারা প্রোটিয়াদের জয়ে ফিরিয়ে আনবে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৬ ওয়ানডে ও ৮ টি- টোয়েন্টি খেলা টেম্বা বাভুমা দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অধিনায়ক হওয়াটা আমার অনেক বছরের স্বপ্ন। ক্যারিয়ারে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’
টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার বলেন, ‘যেকোনো ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া একজন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সম্মানের। আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ, দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার জন্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status