বাংলারজমিন

পদ্মারপাড়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

৫ মার্চ ২০২১, শুক্রবার, ১২:৪০ অপরাহ্ন

শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ই মার্চ) সকাল ১০টায় পদ্মাসেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া এর সার্বিক সহযোগিতায় ৫ টি গ্রুপে মাদারীপুর জেলার চারটি উপজেলার প্রায় ৪ হাজার প্রতিযোগী ৫ কিলোমিটার এ দৌড়ে অংশগ্রহণ করেন।
জানা গেছে, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।
পদ্মাসেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন হয়ে আবার টোলপ্লাজায় এসে শেষ হয়। পরে পাঁচটি গ্রুপে ৩ জন করে বিজয়ী ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লে. কর্নেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া (পিএসসি, অধিনায়ক ৮ বীর, ৯ম পদাতিক ডিভিশন), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানসহ অন্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status