প্রথম পাতা
করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২০২১-০৩-০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী টিকা নেন। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন। এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানান এবং নিজে টিকা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গত ২৭শে ফেব্রুয়ারি দেশে আরো তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন তিনি।