অনলাইন

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে: আতিক

স্টাফ রিপোর্টার

৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ৭:০১ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সেবা সহজীকরণ করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা উত্তরে ৪৬ হাজারের বেশি এলইডি বাতি স্থাপন করছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে।

বৃহস্পতিবার সিটি করপোরেশনের গুলশানস্থ নগর ভবনে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর প্রেসিডেন্ট রিজওয়ান রাহমানের সঙ্গে আলাপকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। এর ফলে সেবা একদিকে যেমন হাতের মুঠোয় চলে আসবে, অন্যদিকে ‘ইজ অব বিজনেস’ও এগিয়ে যাবে। মশক নিধনসহ অন্যান্য সেবা আরো সহজে কার্যকরভাবে প্রদান করার জন্য ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত আছে। আতিকুল ইসলাম বলেন, শহরকে এগিয়ে নিতে হলে ‘রিচার্স এন্ড ডেভেলাপমেন্ট’ এর বিকল্প নেই। তাই গবেষণা ও উন্নয়নে ডিএনসিসি ও ডিসিসিআই একসাথে কাজ করতে পারে।

এসময় ডিসিসিআই এর প্রেসিডেন্ট রিজওয়ান রাহমানস্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status