শেষের পাতা

নিবন্ধন করে টিকার অপেক্ষায় ১২ লাখ মানুষ

করোনার শনাক্ত আবার ৩-এর উপরে

স্টাফ রিপোর্টার

৩ মার্চ ২০২১, বুধবার, ৯:৪৬ অপরাহ্ন

গত দুইদিন ধরে করোনার শনাক্ত বাড়তির দিকে। দেশে শনাক্ত আবার ৩-এর উপরে উঠেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫১৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৪২৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টিকার অপেক্ষায় ১২ লাখ মানুষ: দিন দিন টিকা গ্রহণকারীর সংখ্যা কমছে। সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২০তম দিনে গতকাল ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন। গতকালের চেয়ে দেড় হাজার টিকা গ্রহণকারী কম। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৪ হাজার ৫২২ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এর মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন এবং নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৭৭৩ জনের। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন। নিবন্ধন করে টিকার অপেক্ষায় প্রায় ১২ লাখ মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র গতকালের পরিসংখ্যান থেকে জানা যায়, ঢাকা মহানগর ব্যতীত ঢাকা বিভাগের জেলাগুলোতে টিকা নিয়েছেন ১৮ হাজার ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার  ৩০৬ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ৪ হাজার ৬৬৯ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status