বাংলারজমিন

গ্রাম আদালতের কার্যক্রমে পঞ্চগড় জেলা শীর্ষে

পঞ্চগড় প্রতিনিধি

৩ মার্চ ২০২১, বুধবার, ৮:৫০ অপরাহ্ন

মাত্র ১০ টাকা ও ২০ টাকা ফি দিয়ে গ্রাম আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা করে উপকৃত হচ্ছে সাধারণ জনগণ। এতে থানা ও আদালতে ছোটখাটো মামলা অনেক কমে গেছে। বর্তমানে মামলা গ্রহণ, নিষ্পত্তির হার ও ক্ষতিপূরণ আদায়ের দিক থেকে বাংলাদেশের মধ্যে পঞ্চগড় জেলার গ্রাম আদালত শীর্ষে অবস্থান করছে। গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে তার সম্মেলন কক্ষে সভার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাদ জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান। গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা প্রকল্পের জেলা পর্যায়ের কার্যক্রম, সাফল্য ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনা করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. আমির হোসেন। সভায় জানানো হয়, ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৪৩টি গ্রাম আদালতে সরাসরি ইউনিয়ন পরিষদে ১২ হাজার ২৪০টিসহ উচ্চ আদালত থেকে প্রাপ্ত ৫১৩টি মামলার মধ্যে ১২ হাজার ৬৯৮টি মামলাই নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে চলমান রয়েছে ৬৯টি মামলা। এ ছাড়াও গ্রাম আদালতের মাধ্যমে ৪ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status