বাংলারজমিন

রাস্তা বা ড্রেনের রক্ষণাবেক্ষণ করতে হবে: মেয়র টিটু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

৩ মার্চ ২০২১, বুধবার, ৮:৫০ অপরাহ্ন

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সিটির নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নে আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনাভাইরাসের সংক্রমণ যদি না ঘটতো তবে এ উন্নয়ন আরো ত্বরান্বিত হতো। উন্নয়নের এ গতিকে অব্যাহত রাখতে নিয়মিত কর পরিশোধ করতে হবে। রাস্তা বা ড্রেন যাই নির্মাণ করা হোক না কেন তার রক্ষণাবেক্ষণ করতে হবে। গত সোমবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডে শম্ভুগঞ্জ এলাকায় ৩টি সড়কের নির্মাণকাজ উদ্বোধনকালে একথা বলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
সিটি মেয়র প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শম্ভুগঞ্জ হালুয়াঘাট রোড থেকে নেত্রকোনা সড়ক পর্যন্ত ১৩৫০ মিটার আরসিসি রোড, শম্ভুগঞ্জ বাজারের মাছ মহল থেকে চামড়া বাজার পর্যন্ত ৮৫০ মিটার আরসিসি রোড, শম্ভগঞ্জ হালুয়াঘাট রোড থেকে পশ্চিম সজি পাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত ৯০০ মিটার রাস্তার উদ্বোধন করেন। এ সময় ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান, ৩১, ৩২, ৩৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status