বাংলারজমিন

নবীনগরে গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৩ মার্চ ২০২১, বুধবার, ৮:১৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ২তলা বাড়ির দু’টি কক্ষ ভাড়া নিয়ে ১৫ দিন পূর্বে গ্রামীণ সেবা সংস্থা নামে একটি অফিস চালু করে একটি চক্র। পরে তারা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষদের ঋণের প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সরজমিন জানা যায়, এ উপজেলার ৩০০ জনের কাছ থেকে ঋণ প্রদানের পূর্বে রেজিস্ট্রেশন বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা করে নেয় সংস্থাটি। কারো কাছ থেকে ৩০ হাজার টাকা করে নিয়েছে বলেও জানান ভুক্তভোগীরা। গতকাল প্রত্যেক গ্রাহককে ঋণ দেয়ার কথা ছিল। গ্রাহকরা ঋণ নিতে অফিসে উপস্থিত হলে অফিসের এক সহকারী ছাড়া বাকিরা উপস্থিত ছিল না।
এ বিষয়ে ভুক্তভোগী একাধিক গ্রাহক জানায়, ঋণ দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। আজ ঋণ উঠাবার কথা, অফিসে এসে দেখি অফিসে কেউ নেই এমনকি মোবাইলও বন্ধ রয়েছে। বাড়ির মালিক মো. হাবিবুর রহমান জানান, ২রা মার্চ তাদের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু তার আগেই চলে গেছে মনে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় এনজিও ‘হোপ’ এর পরিচালক আসাদুজ্জামান কল্লোল জানান, এরকম নামে-বেনামে প্রতারক চক্র দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে অনুমোদনহীন এনজিওর নাম করে সাধারণ গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সাধারণ গ্রাহকদের সচেতন হতে হবে। নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রশিদ জানান, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status