এক্সক্লুসিভ

ঘরে ঘরে ভ্যাকসিন নিবন্ধনে যৌথ উদ্যোগ

স্টাফ রিপোর্টার

২ মার্চ ২০২১, মঙ্গলবার, ৮:৫৪ অপরাহ্ন

 “সুরক্ষাতেই রক্ষা” নামে কোভিড-১৯ ভ্যাকসিন সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জাগো ফাউন্ডেশন ও ঊর্মি গ্রুপ। দেশব্যাপী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সরকারি ভ্যাকসিন কর্মসূচিতে নিবন্ধন করতে এ কার্যক্রমমে প্রয়োজনীয় সকল সহায়তা দিচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ। চলমান করোনাভাইরাস সংকটের শুরু থেকে ঊর্মি গ্রুপ ও জাগো ফাউন্ডেশন বেশ কিছু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। তীব্র করোনা সংকটকালে তারা হাজারো পরিবারকে খাদ্য প্রদান সহ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। সমপ্রতি বাংলাদেশ সরকার দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করেছে। সরকারের এই মহৎ প্রচেষ্টাতে একাত্মতা প্রকাশ করতেই জাগো ফাউন্ডেশন এবং ঊর্মি গ্রুপের ‘সুরক্ষাতেই রক্ষা’ নামের এই পদক্ষেপ। চল্লিশোর্ধ বয়সের সুবিধাবঞ্চিত যারা প্রযুক্তিতে বেশির ভাগ ক্ষেত্রে অভিজ্ঞ নয় এমন মানুষের ঘরে ঘরে গিয়ে স্বেচ্ছাসেবীরা নিবন্ধকরণের কার্যক্রম পরিচালনা করছে। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ বলেন, ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অনেকেই ওয়েব সাইটের মাধ্যমে সাইন আপ করা, তাদের কার্ড প্রিন্ট করতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই চ্যালেঞ্জগুলো আমলে নিয়ে আমরা ‘সুরক্ষাতেই রক্ষা’ নামে কার্যক্রম শুরু করি।’
ঊর্মি গ্রুপের পরিচালক ফাহমিদা মাহফুজ বলেন, ‘দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।’

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status