অনলাইন

বরগুনায় প্রতারণার মামলায় ইউপি সদস্য কারাগারে

বরগুনা প্রতিনিধি

১ মার্চ ২০২১, সোমবার, ৮:৪২ অপরাহ্ন

বরগুনার বেতাগী উপজেলায় প্রতারণা ও জালিয়াতি মামলায় এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জমাদ্দারকে কারাদণ্ড দেয়া হয়েছে। বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট মো. রাসেল মজুমদার এ কারাদণ্ড প্রদান করেন। মো. হুমায়ুন কবির বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। জানা যায়, ২০১৯ সালে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দেয়ায় পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জমাদ্দার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে হোসনাবাদ ইউনিয়নের গোয়াল বাড়ি সংলগ্ন গ্রামের বাসিন্দা আবদুল মোতালেব হাওলাদারের সম্পত্তি নিয়ে এলাকায় বিরোধ চলছিল। বিরোধীপক্ষ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হুমায়ুনের ঘনিষ্ঠ হওয়ায় ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের যোগসাজশে আর্থিক লেনদেনের মাধ্যমে একটি ভুয়া অসম্পূর্ণ তথ্যসংবলিত ওয়ারিশ সনদপত্র প্রদান করেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে বরগুনা জেলা জজকোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার অন্য আসামিরা হলো- বেতাগী উপজেলার আলতাফ হোসেন, মো. সুলতান ও ইউপি সদস্য মিজানুর রহমান। রোববার এ মামলায় হাজির হতে আসা তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status