বিশ্বজমিন

জমাট শহর!

মানবজমিন ডেস্ক

১ মার্চ ২০২১, সোমবার, ৬:০৬ অপরাহ্ন

জমাট শহর। ইংরেজিতে বলা হয় ‘ফ্রোজেন সিটি’। শুনে মনে হতে পারে শহর আবার জমাট হয় নাকি! কিন্তু আসলে হয়। রাশিয়ার সেমেন্তোজাভোদস্কি অঞ্চলের তাপমাত্রা শীতের সময় নেমে যায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে।

এমন ঠাণ্ডায় সেখানে বাতাস পর্যন্ত জমে যাওয়ার অবস্থা। ফলে বাসাবাড়ি, গাড়ি, গাছপালা, রাস্তাঘাট যা আছে, তার সবটাই কঠিন বরফে ঢেকে যায়। বাড়ির ভিতরে আসবাবপত্রের ওপর, সিঁড়ির ওপর বরফের মোটা আস্তরণ।

কোথাও বাড়িটির মেঝে পর্যন্ত ডুবে থাকে বরফে। তাই এমন শহর ছেড়ে মানুষ একটু উষ্ণতার জন্য ছুটে যায় মস্কোসহ বিভিন্ন শহরের দিকে। ফলে শীতের সময় ওই এলাকার ভারকুতা শহর থেকে ১১ মাইল দূরের জনবসতি থাকে জনমানবশূন্য। এ জন্য একে কেউ কেউ ভূতের শহরও বলে থাকেন।

ওই শহরের সচিত্র ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। এতে দেখা যায়, শীতের কয়েক মাস সেখানে তাপমাত্রা ভয়াবহ ঋণাত্মকে চলে যাওয়ায় ভবনগুলোতে বরফের আইসলেস তৈরি হয়েছে।

ভবনের মেঝেতে বরফ শক্ত হয়ে আছে। আসবাবপত্র নয়, যেন বরফ দিয়ে ঢেকে রাখা কিছু দাঁড় করিয়ে রাখা হয়েছে। বরফের আইসলেট জানালার কাচের ওপর ঝুলে আছে।

কোথাও দেখা যায় লরিগুলো বরফের ভিতর পরিত্যক্ত পড়ে আছে। এমন অবস্থায় সেখানে বসবাস করা অসম্ভব। তাই ২০১৩ সাল থেকে ওই অঞ্চলের মানুষ প্রতি বছর শীতের সময় অন্য শহরে চলে যায়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status